২১ শে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভা নিউ মার্কেটে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: শনিবার বিকেলে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নিউ মার্কেট এলাকায় প্রস্তুতি বৈঠক করে সাংগঠনিক ব্লক (এ) তৃণমূল কংগ্রেস। ২১ শে জুলাই কোলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ স্মরণ সভা। সেই সভায় দলে দলে যোগদানের উদ্দেশ্যে এই প্রস্তুতি সভা বলে দলীয় সূত্রে খবর। ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন জানান, এই ব্লক থেকে ২১ শো তৃণমূল নেতাকর্মীদের শহীদ স্মরণে নিয়ে যাওয়ার জন্য টার্গেট নেওয়া হয়েছে। তাই এদিন প্রস্তুতি সভা করা হয়। এদিন থেকেই বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচার করা হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, আইএনটিটিইউসি ব্লক সভাপতি মজিরুল হোসেন, তৃনমূল যুব ব্লক সভাপতি শাহিন আলম সহ অন্যান্য নেতৃত্বরা।