২ টা আগ্নেয়াস্ত্র, গুলি সোদে গ্রেফতার ১ মানষি
রাহুল দেব বর্মন, দিনহাটা : পেটলা রাজাখোরা এলাকায় দুইটা আগ্নেয়াস্ত্র আরোহ গুলি সোদে এক মানষিক গ্রেফতার করিল দিনহাটা থানার পুলিশ।জেলা পুলিশ সূত্রে জানা গেইসে বিতা বুধবার রাতিত গোপন সূত্রে খবর পায়া বিশেষ অভিযান চালায় দিনহাটা থানার পুলিশ।অভিযান চালেয়া সংশ্লিষ্ট ওই এলাকার অর্জুন মন্ডল (৩৩) নামের এক মানষিক আটক করে আরো উমার কাছ থাকি উদ্ধার হয় একটা ইম্প্রোভাইজড সেমি অটোমেটিক পিস্তল, একটি ইম্প্রোভাইজড ওয়ান শাটার, পাঁচটি 7.65 mm বুলেট, পাঁচটি .303mm বুলেট।এরপর পুলিশ উমাক গ্রেফতার করি থানাত নিয়া আইসে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ আরো কন, ইতিমধ্যে অর্জুনের বিরুদ্ধে ১০ টারো বেশি ফৌজদারি মামলা বিচারাধীন। বিতাকালি আরও আগ্নেয়াস্ত্র সোদে গ্রেফতার হওয়ায় উমার বিরুদ্ধে অস্ত্র আইনে নির্দিষ্ট ধারাত মামলা রুজু করা হইসে।আজি উমাক দিনহাটা মহকুমা আদালতত হাজির করা হবে বুলি জানাইসেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার।