৩০ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়
জগদা রায়ঃ
রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আজ উপাচার্য পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ঘোষণা করেছিল সরকার। গত বুধবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। তবে স্কুল খোলার কথা ঘোষণা করলেও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্ষেত্রে উপাচার্য সমিতির সিদ্ধান্তের উপর ছেড়ে দেন শিক্ষামন্ত্রী। এদিন বৈঠকে বসে উপাচার্য পরিষদ। সেখানেই কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষত করোনা ও আমফানের তান্ডবের সঙ্গে সঙ্গে অনেক স্কুল-কলেজে কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়। এই সমস্ত দিক বিবেচনা করে উপাচার্য পরিষদ ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোটা জুন মাস সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেন। শিক্ষামন্ত্রী আজ বলেন, “এখন কলেজে উপস্থিতি দেখলে হবে না। ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে হবে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ক্লাসের সামনে স্যানিটাইজারের মেশিন রাখতে হবে।”