৩৫টি মোবাইল উদ্ধার কোচবিহার পুলিশের, ফিরিয়ে দেওয়া হল মোবাইল
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : শনিবার ফের বেশকিছু হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। এদিন জেলা পুলিশ সুপার অফিসের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোবাইলগুলি তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে বিগত কয়েক মাস ধরে লাগাতার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেইমতো এদিনও ৩৫ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও করতে দেখা গেছে পুলিশের তরফে।হারিয়ে যাওয়া মোবাইল গুলি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রকৃত মালিকেরা। এদিনের অনুষ্ঠানে কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার, ডিএসপি ট্রাফিক চন্দন দাস, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এবিষয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে কোচবিহার জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল উদ্ধার করে এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। আগামী দিনেও এধরনের কর্মসূচি চলবে।