৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মুরগিওয়ালা
নিউজ ডেস্ক, দিনহাটা:পূর্ব সাহেবগঞ্জে বিষ ছিটিয়ে দিয়ে মুরগি মেরে ফেলার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ এক ব্যাক্তির। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে পূর্ব সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা সাহাজান শেখের বাড়ির পাশের জমিতে গম বীজ রোপণ করেছে প্রতিবেশী আক্কাস শেখ নামের এক ব্যাক্তি। আজ বুধবার দুপুর আড়াইটে নাগাদ সেই গম বীজ রোপণ জমি জাল দিয়ে ঘিরে ফেলেন আক্কাস শেখ। অভিযোগ এরপর আক্কাস শেখ ও তার পরিবারের অন্যান্য সদস্য বটু শেখ, সায়ন শেখ,সাগর শেখ সাহাজান শেখের বাড়ির চারপাশে বিষ ছিটিয়ে দিয়ে তার ত্রিশটির বেশি মুরগি মেরে ফেলে এমনটাই অভিযোগ। সেই অভিযোগে বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ মৃত মুরগী গুলিকে ব্যাগে ভরে নিয়ে এসে চার প্রতিবেশীর নামে সাহেবহাঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সাহাজান শেখ। তিনি বলেন আমি আজ লিখিত অভিযোগ দায়ের করলাম, এবং আগামীকাল পুলিশ যাবে তদন্তে, আমি চাই উপযুক্ত বিচার। কারণ আমি গরীব মানুষ, মুরগীর ডিম,মুরগি বিক্রি করে জীবনযাপন করি।