৬৮ তম প্রতিষ্ঠা দিবস
ছাত্রসংগঠন অল ইন্ডিয়া ডিএসও ৬৮ তম প্রতিষ্ঠা দিবসে এআইডিএসও হলদিবাড়ি নেতাজী সুভাষ মহাবিদ্যালয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার কলেজের প্রিন্সিপালের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় । এই দিন মূলত সাতটি দাবি সম্বলিত স্মারকলিপি প্রিন্সিপালের হাতে তুলে দেওয়া হয়। এই দিন এই স্মারকলিপি কর্মসূচিতে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া ডিএসও হলদিবাড়ি নেতাজী সুভাষ মহাবিদ্যালয় কলেজ কমিটির সম্পাদক আকাশ রায়, সভাপতি পূজা সরকার, কোষাধক্ষ্য মুক্তা রায় এবং কলেজ কমিটির অন্যান্য সদস্যরা।
সম্পাদক আকাশ রায় জানান, “আমরা লক্ষ্য করছি তুফানগঞ্জ এবং শীতলখুচি কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনা সকলের সামনে এসেছে। আমাদের হলদিবাড়ি কলেজেও বহিরাগতরা এসে দাপাদাপি করে বেড়াচ্ছে এবং এদের কে প্রশ্রয় দিচ্ছে ছাত্র বিরোধী কিছু শক্তি। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি যাতে তারা অবিলম্বে বহিরাগত মুক্ত কলেজ করে তোলে, কলেজের ছাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, কলেজ ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কলেজের ক্যান্টিন অবিলম্বে চালু করে।”
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।