৬৯ কেজি গাজা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ
সঞ্জয় হালদার, শিলিগুড়ি:
বেশকিছুদিন যাবৎ কলকাতা সহ ভীনরাজ্যে গাজা পাচারের মুল করিডর হয়ে উঠেছে শহর শিলিগুড়ি।মাঝে মধ্যই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযানে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাঝে মধ্যেই উদ্ধার হচ্ছে,মদ গাঁজা সহ নেশার ঔষুধ,গ্রেপ্তার হচ্ছে অবৈধ কারবারিরা।
তার পরেও পুলিশের চোখে ধুলো দিয়ে এই অসাধু ব্যাবসায়িরা অবাধে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার আরোও একবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই এন,জে, পি থানা অন্তর্ভুক্ত শান্তিপাড়া সংলগ্ন এলাকা থেকে একটি পিকআপ ভ্যান সমেত ৬৯ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করে পুলিশ।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।এই ঘটনায় গৌর দাস নামক এক অপরাধী কে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বাড়ি শান্তিপাড়া এলাকায়।
পুলিশ সুত্রে জানাগেছে, ধৃত গৌর দাস গাঁজা বাইরে পাচারের উদ্দেশ্যে শান্তিপাড়া এলাকায় মজুত রেখেছিল। ধৃত গৌর দাস কে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।