৭৬ তম জন্মদিন পালন তুফানগঞ্জে
তুফানগঞ্জ,মানিক বর্মন: বৃহস্পতিবার রাজীব গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপন হল। তুফানগঞ্জে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে রাজীব গান্ধীর ফটোতে মাল্যদান করেন জাতীয় কমিটির সদস্যরা। জাতীয় কংগ্রেসের সদস্য শুভময় সরকার জানান তারা মুখ্যমন্ত্রীকে আজকের দিনটিকে লকডাউনের আওতায় না করার কথা বলেছেন। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনের লকডাউন ঘোষণা করে অনেক কর্মী বৃন্দ দলীয় কার্যালয়ে আসতে পারেনি। রাজীবের জন্মজয়ন্তী উপলক্ষে সাংবাদিকদের মাকস, স্যানিটাইজার বিতরণ করেন এবং পথচলতি মানুষদের মাকস পড়িয়ে দেন।