৭ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৪
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: বুধবার (১২/০১/২২) বিকেলে এসওজি ও আশিঘর আউটপোস্টের যৌথ অভিযানে চার ব্যক্তিকে আটক করা হয়।
১ হাটগোবিন্দপুরের কামাল এসকে, থানা- কালীগঞ্জ, জেলা- নদীয়া।
২. মিস্ত্রিপাড়ার মনিরুল ইসলাম, থানা বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগণা।,
৩. আছিপার ছোট বটতলার সামসুল আলম, থানা।- বজবজ পূজালি, দক্ষিণ ২৪ পরগণা
৪. বিশ্বাস কলোনির মোঃ মেহেরুল, থানা মাটিগাড়া
ভক্তিনগর থানা এর অধীনে আশিঘর আউটপোস্টের অধীনে কানকাটা মোড়ে গ্রেপ্তার করা হয়েছে। এবং তল্লাশি চালিয়ে তাদের যৌথ দখল থেকে ৩.৫ কেজি ব্রাউন সুগার উদ্ধার ও জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য ৭ কোটি টাকা (প্রায়)।
এটি সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে বড় মাদক উদ্ধারের একটি ঘটনা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আমাদের অভিযান #SayNoToDrugs চালিয়ে যেতে এবং শিলিগুড়িকে মাদকমুক্ত শহর করতে প্রতিশ্রুতিবদ্ধ।