৯ দফা দাবিতে বিডিও-কে ডেপুটেশন কুমারগ্ৰামদুয়ার বিজেপি’র

নিজস্ব সংবাদদাতা, কুমারগ্ৰামদুয়ার, ৯ অক্টোবরঃ ৯ দফা দাবিতে কুমারগ্রাম ব্লকের বিডিও-কে ডেপুটেশন দিল বিজেপি। শুক্রবার দলের কুমারগ্রাম-২ নম্বর সাংগঠনিক মণ্ডলের তরফে ওই কর্মসূচি করা হয়। বিজেপি’র ডেপুটেশনকে ঘিরে সকাল থেকেই বিডিও অফিস চত্বরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার সহ জেলার বেশ কয়েকটি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসা হয়। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, বিজেপির বিধানসভা পরিষদীয় দলনেতা তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা, দলের জেলা সম্পাদক বিনোদ মিঞ্জ, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর বাবুলাল সাহা, দলের কুমারগ্রাম ২ নম্বর সভাপতি নিশান লামা সহ বিজেপি’র অন্য নেতৃত্বরা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলের নেতা কর্মীদের দু’টি মিছিল বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। পুলিশ বিজেপি’র নেতা কর্মীদের আটকে দেয়। এরপর দলের নেতৃত্বদের এক প্রতিনিধিদলকে ভেতরে ঢুকতে দেয় পুলিশ। তারা বিডিও মিহির কর্মকারের হাতে নয় দফা ডেপুটেশন তুলে দেন। বিডিও অফিসের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি সহ অন্য নেতৃত্বরা এদিন বিডিওর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে তোপ দাগেন। এদিন আবাস যোজনার উপভোক্তাদের জবকার্ড লিঙ্কের কাজ কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে সরিয়ে বিডিও অফিসে নিয়ে আসা সহ প্রতিবাদ সহ মোট ৯ দফা দাবিতে এদিন ওই ডেপুটেশনটি দেওয়া হয়েছে বলে বিজেপি নেতারা জানিয়েছেন। কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার বলেন, ‘বিজেপি’র নেতারা ৯টি দাবি নিয়ে এসেছিলেন। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ব্লক অফিস থেকে যেসব দাবি মানা সম্ভব সেগুলো নিয়ে আমরা ইতিবাচক চিন্তাভাবনা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *