1628 গ্রাম সোনা সহ বিকাশ কুমার নামের এক ব্যক্তি গ্রেফতার
এনজেপি স্টেশনে প্রায় পঁচানব্বই লক্ষ টাকা মূল্যের সোনার বাট সহ ধরা পড়লো এক ব্যক্তি। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ত্রিপুরা হয়ে বিহারে পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো এই সোনা। এনজেপি’তে সুন্দরী এক্সপ্রেস পৌছানোর সঙ্গে সঙ্গে ডি.আর.আই. এর গোয়েন্দারা ট্রেনে তল্লাশি চালিয়ে ১৬২৮ গ্রাম সোনা সহ বিকাশ কুমার নামের বিহারের গোপালগঞ্জের এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে শিলিগুড়ি কোর্টে তোলা হয়। তবে ২০,০০০ টাকার বন্ডে অভিযুক্ত আজ জামিন পেয়ে যান বলে জানিয়েছেন এডভোকেট অলোক দাস।