কাজের বিনিময়ে পোকা ধরা চাল, পুরণো ছেঁড়া কাপড় বিলির অভিযোগ ধূপগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে

নিজস্ব, সংবাদদাতা, ধূপগুড়ি: স্বেচ্ছাশ্রমে কাজের বিনিময়ে পুরণো, ছেঁড়া ব্যবহার অযোগ্য কাপড়, এমনকি পোকা ধরা চালের প্যাকেট দেওয়ার অভিযোগ উঠলো ধূপগুড়ি ইচ্ছে ডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিরুদ্ধে। ঘটনায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে ঐ সংস্থা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়ার বাঘমারা এলাকায়।

স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে ডানাবল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গাদং ১ গ্রাম পঞ্চায়েতের অনুমতিতে বাঘমারা প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি জমিতে থাকা পুকুর সংস্কার করে মাছ চাষের কাজ করা হয়েছিল। কাজ করা হয়েছিল স্থানীয় একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে। কাজের বিনিময়ে ঐ সংস্থা মহিলাদের চাল, চিনি, চা পাতা থেকে জামা কাপড়, শাড়ি সাবান এমনকি স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য সামগ্রী বিলি করে। কিন্তু সংগঠনের পক্ষ থেকে নিম্নমানের সামগ্রী বিলি করা হয় বলে মহিলারা বিক্ষোভ দেখান এবং সংস্থার কাছ থেকে পাওয়া সামগ্রী ফেরৎ দেন। ঘটনায় উত্তেজনা তৈরি হয়। ঐ গ্রামের মহিলারা জানান, স্থানীয় পঞ্চায়েত সদস্য মারফৎ তারা জানতে পারেন বাঘমারা প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ধারে থাকা পুকুর সংস্কারের কাজ ইচ্ছে ডানা সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাশ্রমে করতে হবে, বিনিময়ে ইচ্ছে ডানা থেকে কাপড় দেওয়ার কথা বলে। কিন্তু যে সব কাপড়, চাল, সাবান, চা পাতা দেওয়া হয় তা পড়ার অযোগ্য। তাদের দাবি, পুরণো ব্যবহার করা ছিঁড়ে যাওয়া কাপড় দেওয়া হয়। মহিলাদের পোশাকে এমন জায়গায় ছেঁড়া রয়েছে যা সভ্য সমাজে ব্যবহারের অযোগ্য। এমনকি পুরণো স্যানিটারি প্যাড দেওয়া হয় বলে অভিযোগ। ইচ্ছে ডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক অলোক রায়ের দাবি, শিলিগুড়ির গুন্জ-এ ভয়েস নামে একটি সংস্থা তাদের সঙ্গে যৌথভাবে কাজ করে, সেই সংস্থাই দৈনন্দিন ব্যবহার্য ঐ সামগ্রী মহিলাদের মধ্যে বিতরণ করে এবং তারাই শিলিগুড়ি থেকে সবকিছু নিয়ে আসে। তার দাবি, প্রতারণা করেছে ঐ সংস্থা। এ বিষয়ে গুন্জ নামের ঐ সংস্থার কোন ব্যক্তি এ ব্যাপারে মুখ খোলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *