ডালিমপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ছয় দোকান
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ছয়টি দোকান। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের ডালিমপুর গ্রামের মুজনাই বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ২টোর সময় আগুন লাগে। অজানা কারণেই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় এলাকার ছয়টি দোকান। স্থানীয়রা জানান, খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শোনা যায়, ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাড়িগুলির লোকজন বাইরে বেরিয়ে আসে। দেখতে পায় আগুনের লেলিহান শিখা, সঙ্গে সঙ্গে নিকটবর্তী ফালাকাটা দমকল বাহিনীকে খবর দেয়। কিন্তু দমকল বাহিনী অন্য একটি স্থানে ব্যস্ত থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় খাবারের দোকান থেকে বাইক সারাইয়ের, দোকান, গ্রীল দোকান, একটি কাঠের দোকান এবং জুতো, ব্যাগ ও সবজির দোকান পুড়ে যায়। আগুন বাড়তে থাকায় খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। পরে ধূপগুড়ি ও ফালাকাটা দমকল কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় ছয় দোকান। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসেন জটেশ্বর ২ অঞ্চলের প্রধান সমরেশ পাল, ফালাকাটা বিধানসভার বিজেপি প্রার্থী দীপক বর্মন। মুজনাই ব্যবসায়ী সমিতির সভাপতি উষারঞ্জন ভৌমিক বলেন, ‘গভীর রাতে অজানা কারণে আগুন লেগে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’