সুস্থ হচ্ছেন কাশ্মীরে জঙ্গিদের হানায় জখম ধূপগুড়ির জওয়ান

ধূপগুড়ি: কাশ্মীরে সিআরপিএফের কনভয়ে জঙ্গিদের হামলায় গুরুতর আহত ধূপগুড়ির জওয়ান জগন্নাথ রায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর আশঙ্কাজনক অবস্থার কথা শুনে পরিবারে আতঙ্ক তৈরি হয়। রবিবার পরিবারের তিন সদস্য জগন্নাথকে দেখতে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। সেখান থেকে বাড়ির সদস্যরা জানতে পারেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। উল্লেখ্য, সেন্ট্রাল কাশ্মীরের শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কের উপর লাওয়াপোরোতে সিআরপিএফ এর ৭০ নং ব্যাটেলিয়ন এর কনভয়ের ওপর গত ২৫ শে মার্চ যছ হামলা চালানো হয় তাতে শহীদ হয়েছেন ২ জওয়ান এবং গুরুতর আহত হন ৩ জন। এর মধ্যে জগন্নাথ রায় (৩৩) নামে ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি গ্রামের জওয়ান রয়েছেন। ঐ জওয়ান সহ দুই জওয়ানের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়। জগন্নাথ রায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জগন্নাথ চিকিৎসায় সাড়া দিয়েছেন। ইতিমধ্যে জগন্নাথের পরিবারের তিন সদস্য জগন্নাথকে দেখতে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। গত দুদিন আগে তাঁর আশঙ্কাজনক অবস্থার কথা শুনে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বিগ্ন তৈরি হয়, এলাকায় বিভিন্ন রকমের খবর ছড়াতেও থাকে। জগন্নাথের মা প্রমীলা রায় বলেন, “আজকে ছেলের সুস্থতার খবর পেয়ে ভালো লাগছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *