শহীদ জওয়ানের বাড়িতে মিতালি ও বিষ্ণুপদ, পরিবারের পাশে থাকার আশ্বাস
সুব্রত রায়, ধূপগুড়ি: শহীদ জওয়ান জগন্নাথ রায়ের বাড়িতে আসলেন বিদায়ী বিধায়ক তথা ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রেরতৃণমূল প্রার্থী মিতালি রায় ও বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় । এদিন সকাল ৮ টা নাগাদ শহীদের বাড়িতে আসেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তিনি বলেন,”জওয়ানরা আছে বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারি। অত্যন্ত প্রহরীর মতো তারা আমাদের রক্ষা করছেন। আমরা পরিবারের পাশে আছি। আমিও একজন সৈনিক ছিলাম। তাই কতটা বেদনাদায়ক তা বুঝতে পারছি।” এদিকে ১২ টা নাগাদ শহীদের বাড়িতে আসেন ধূপগুড়ির বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী মিতালি রায়। তিনিও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শোকে কাতর জগন্নাথ রায়ের স্ত্রী ও তার শাশুড়ি কান্নায় ভেঙ্গে পড়েন। বিধায়ক মিতালি রায় তাদের জল খাওয়ায় দেন। মিতালি রায় বলেন,” অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। ভারত মায়ের বীর সন্তানরা আমাদের এভাবেই রক্ষা করছেন। পাকিস্তান হাজার চক্রান্ত করেও আমাদের কিছু করতে পারবে না। আমরা পরিবারের পাশে আছি। বিষয়টি মূখ্যমন্ত্রী জানেন তবুও আমিও ব্যাক্তিগতভাবে জানাব।” এদিন বিধায়ক মিতালি রায়ের সাথে ছিলেন জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য ও স্থানীয় প্রধান সুশীল কুমার রায়।