ধূপগুড়িতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

সুব্রত রায়, ধূপগুড়ি: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। একদিকে বিজেপি যখন তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে প্রচার চালিয়ে ক্ষমতায় আসতে চাইছে তখন সেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ধূপগুড়িতে।
ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। বিজেপি যখন বিষ্ণুপদ রায়কে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হিসাবে তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছেন ঠিক তখন সেই প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন ব্যবসায়ীদের একাংশ।

অভিযোগ, ধূপগুড়ি- ময়নাগুড়ি রাস্তার পাশে জলঢাকা সংলগ্ন এলাকায় একটি বাজার বসানো নিয়ে বেশকিছু ব্যবসায়ীদের থেকে টাকা নিয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় সহ আরো দুজন। যাদের মধ্যে লঙ্কেশ্বর রায় নামে একজন ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। সেই টাকার বিনিময়ে তাদেরকে দোকান দেওয়া হবে এবং জায়গা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেই সময়। কিন্তু বিষ্ণুপদ রায় সেই টাকা আত্মসাত করেছেন বলেই অভিযোগ। এদিকে অভিযোগের প্রমাণ রয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছেও এমনটাই দাবি। স্বাভাবিকভাবে ভোটের মুখে স্বয়ং প্রার্থীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এমনকি একটা অংশের বিজেপি কর্মী সমর্থক ক্যামেরার সামনে মুখ না খুললেও বিষয়টি অনেক দিন আগের এবং জানেন বলেও জানান।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, মাগুরমারি -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি মার্কেটে কিছু ঘর বিক্রি হবে বলে আমরা শুনতে পাই। তিনজন মিলে দুটো ঘর কেনার জন্য চৌদ্দহাজার টাকা করে দেই। তারপর যেখানে আমাদের দোকানঘরের জায়গা দেখানো হয়েছিলো সেই প্লটে আমরা পাইনি। বর্তমান বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় সহ প্রয়াতঃ লঙ্কেশ্বর রায়কে আরো অনেকেই টাকা দিয়ে জায়গা পাননি। আমরা যেহেতু টাকা দিয়েছি তাই ঘর চাই।”
কাপড় ব্যবসায়ী নারায়ণ মন্ডল বলেন, “দীর্ঘদিন আগে গ্ৰাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় থাকাকালীন এখানে একটি ডোবাকে ভরাট করে জায়গাগুলোকে পার্ট পার্ট করে বিক্রি করা হয়। সেই সময় জায়গা কিনছিলাম। ধূপগুড়ির বর্তমান বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় ছাড়াও তৎকালীন এই এলাকার বিজেপি প্রধান লঙ্কেশ্বর রায় তিনিও ছিলেন।”

এবিষয়ে তৃনমূলের জেলা সম্পাদক তথা ধূপগুড়ি পুরোসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, “এটা সাধারণ মানুষের অনেকদিনের অভিযোগ যে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় টাকা আত্মসাত করেছেন ।সাধারণ মানুষ যখন অভিযোগ করেছে তার মানেই সত্যি, আমাদের কাছেও অভিযোগ এসেছে তার প্রমান আমাদের কাছে রয়েছে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইবো ।আমরা বিজেপি প্রার্থীর টাকা আত্মসাতের বিষয়টি প্রচারেও তুলব। প্রতারিত ব্যাবসায়ীরা যদি কোনরকম আইনি সাহায্য চাই আমরা সাহায্য করতে রাজি আছি।”

যদিও বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে মিথ্যে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন তাকে চক্রান্ত করে বদনাম করবার জন্যে এই অভিযোগ করা হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে ধূপগুড়ি টাউন মন্ডলের সাধারণ সম্পাদক বলরাম বসাক বলেন,” তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এসেছে।বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ওঠা টাকা আত্মসাতের অভিযোগ তার জানা নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *