মহিলাদের নিয়ে সভা ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থীর

Posted by: Kshiroda Roy

সুব্রত রায়, ধূপগুড়ি: মহিলাদের মন পেতে সারাদিন প্রচারে তৃণমূল প্রার্থী। ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রে তৃণমূল প্রার্থী মিতালী রায় নিজেও একজন মহিলা। আর তাই মহিলাদের মন পেতে মঙ্গলবার সারাদিন তিনি মহিলাদের সাথে সভা করলেন। এদিন সকালে তিনি বানারহাট এলাকায় শীতলা মন্দিরে পুজো দেন। এরপর সাকোয়াঝোড়া ২, গধেয়ারকুঠি ও ঝাড়আলতা ১ গ্রাম পঞ্চায়েতের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের সঙ্গে বৈঠক করেন। মূলত রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সুযোগ এবং সুবিধা মহিলাদের দেওয়া হয়েছে তা তিনি এদিন মহিলাদের সামনে তুলে ধরেন। কন্যাশ্রী, রুপশ্রী সহ প্রসবকালীন মায়েদের সুযোগ সুবিধা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের জন্য রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন মহিলারা । তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাই তিনি মহিলাদের বিষয়টি ভালো জানেন। তাছাড়াও মহিলাদের স্বনির্ভর করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাই তিনি মহিলাদের একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানান। এদিন তৃণমূল প্রার্থী মিতালি রায়ের সাথে প্রচারে ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *