ফাঁকা মাঠে যোগীর সভা, সভা ভিড় দেখে খুশি মালবাজারের বিজেপি প্রার্থী
Posted by : Kshiroda Roy
সুব্রত রায়, মালবাজার :ফাঁকা মাঠে সভা যোগীর। মাঠ ভরাতে পারলেন না বিজেপি নেতারা। মালবাজার বিধানসভা কেন্দ্রের ক্রান্তির ভান্ডারি মেলার মাঠের একপাশে হেলিপ্যাড আরেকপাশে সভামঞ্চ তৈরি করা হয়। কিন্তু সেই মাঠ ভরেনি। সেই ফাঁকা বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বিধানসভা ভোটের প্রচারে বুধবার রাজ্যে আসেন উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন মালবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে সভা করেন তিনি। এদিন মাল বিধানসভা কেন্দ্রের ক্রান্তির অস্থায়ী হেলিপ্যাডে নামার পর পাশ্ববর্তী ভান্ডারি পূজা দেন। এরপর মঞ্চে উঠে বাংলায় বক্তব্য শুরু করেন তিনি। বক্তব্যর শুরু থেকেই তৃণমূল সহ কংগ্রেস ও সিপিআইএমকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন,” প্রথমে কংগ্ৰেস এরপর সিপিআইএম এবং এখন তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে শেষ করে দিয়েছে। তৃণমূলের আমলে দূর্নীতি, কয়লা চুরি, বালি পাচারের সঙ্গে টিএমসি নেতারা জড়িত।” এরপর তিনি ডাবল ইঞ্জিনের কথা বলেন। উত্তরপ্রদেশের কথা তুলে ধরে তিনি বলেন,”ডাবল ইঞ্জিনের সরকার এখানেও দরকার । উত্তরপ্রদেশে চার বছর আগে যেখানে দাঙ্গা হতো, অরাজকতা চলত সেখানে এখন মানুষের সমস্যা নেই। বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা, গৃহ, শৌচাগার দেওয়া হয়েছে। কাজের ব্যবস্থা হয়েছে। তাই এখানেও ডাবল ইঞ্জিনের সরকার হলে আপনারা এইসব সুবিধা পাবেন।” তিনি ডুয়ার্সের চা বাগান নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন,” চা বাগানের সমস্যার সমাধান করতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায় নি। যে সুযোগ সুবিধা চা শ্রমিকদের পাওয়া উচিত তা তারা পাননা।” তিনি আরো বলেন,”সারা ভারতে দূর্নীতিতে প্রথম পশ্চিমবঙ্গ অন্যদিকে ভারতে উন্নয়নে সবদিকেই প্রথমের দিকে উত্তরপ্রদেশ। তৃণমূলের আমলে দুষ্কৃতিদের দৌরাত্ম্য বেড়েছে। রাজ্যে ক্ষমতায় এলে তাদের গ্ৰেপ্তার করে চরম সাজা দেওয়া হবে।”এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, সাংসদ ডাঃ জয়ন্ত রায়, মালবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহেশ বাগে সহ অনেকে। তবে মাঠ ভরেনি এদিন। যদিও মালবাজারের বিজেপি প্রার্থী মহেশ বাগে বলেন,” যা লোক হয়েছে তাতে আমি খুশি। এখানে বিজেপি জিতবে। “