যৌথ উদ্যোগে নাবালিকার বিয়ে বন্ধ করে মুচলেখা
ময়নাগুড়ি, ১০ এপ্রিল : নাবালক এবং নাবালিকার বিয়ে রুখে নজির গড়লো ময়নাগুড়ি ব্লক প্রশাসন। শনিবার ময়নাগুড়ি ব্লক প্রশাসন, আইনি সহায়ক ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নাবালক নাবালিকার পরিবারের সাথে মুচলেখা করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এদিন উভয় পরিবার এবং প্রশাসনের উপস্থিতিতে মুচলেখা হয়। এদিন উভয় পরিবার নাবালক নাবালিকার বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না করার বিষয়ে অঙ্গীকার বদ্ধ হন। জানা গেছে আমগুড়ির এক নাবালিকার সাথে ধওলাগুড়ি গ্রামের এক নাবালকের প্রেমের সম্পর্কের দরুন নাবালিকা পালিয়ে আসেন নাবালকের বাড়িতে। আর এদিকে উভয় পরিবার বিয়ের প্রস্তুতি নিলে আইনি সহায়কদের তৎপরতায় শনিবার বিয়ে বন্ধ করে মুচলেখা করে নেওয়া হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক আইনি সহায়ক অমিত রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্যের নোমিনী রঞ্জিত অধিকারী, শিক্ষক প্রসেনজিৎ রায় সহ উভয় পরিবারের সদস্য সদস্যারা।