আর একদিন পরেই ভোট, ধূপগুড়িতে মন্দিরে পুজো মিতালীর
ডেস্ক নিউজ: ভোটের মাত্র বাকি আর একটি দিন। ধূপগুড়িতে ছোট বড়ো দলের প্রার্থীরা কেউ বাড়িতে, কেউ বা দলীয় কার্যালয়ে আবার কেউ মন্দিরে পুজো দিয়ে কাটালেন সারাদিন। ধূপগুড়িতে বিধানসভা কেন্দ্রের প্রার্থী সংখ্যা সাতজন। এর মধ্যে গাদং ১ নং অঞ্চল থেকে রয়েছেন তিনজন প্রার্থী। ধূপগুড়ি পুর এলাকার রয়েছেন দুইজন। বাকি দুইজন গধেয়ারকুঠি ও ঝাড় আলতা ১ অঞ্চলের বাসিন্দা। তবে মূল প্রতিদ্বন্দ্বী তিনজন। ধূপগুড়ি পুর এলাকার বাসিন্দা তৃণমূল কংগ্রেসের মিতালী রায় ও বিজেপির বিষ্ণুপদ রায় এবং গাদং ১ অঞ্চল থেকে বামফ্রন্ট সমর্থিত সংযুক্ত মোর্চার প্রদীপ কুমার রায়।ধূপগুড়ির বিদায়ী বিধায়ক মিতালী রায় এইদিন মন্দিরে পুজো দিয়ে কাটিয়েছেন। ব্যক্তিগত জীবনে বরাবরই ধর্ম কর্মের প্রতি মিতালীর ভক্তি রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন। ধূপগুড়ি থেকে তিন কিলোমিটার দূরে কালিরহাটে বড়ো কালীর মন্দিরে পুজো দিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনের পূর্বেও তিনি মানত করেছিলেন শালবাড়িতে ভ্রামরী দেবীর মন্দিরে। সেবার সাফল্য পেয়েছিলেন। প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী মমতা রায়কে পরাজিত করেন। তবে এবছর বামফ্রন্ট আর প্রধান প্রতিদ্বন্দ্বী নয়। বিজেপি এখন তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী দল। মিতালীর হয়ে প্রচার করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ক্যারিশমাই মিতালীর অন্যতম শক্তি। তাই জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানান।বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় এদিন দলের কার্যালয়ে কাটিয়েছেন। ধূপগুড়িতে দলের কার্যালয়ে বসে তিনি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। বামফ্রন্ট সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী প্রদীপ কুমার রায় বাড়িতে কাটিয়েছেন। দলের ও জোটের নেতাকর্মীদের সঙ্গে তিনি ফোনে যোগাযোগ করেন।