করোনা বিধি না মেনে মেলার আয়োজন, বসেছে জুয়ার বোর্ড

ফালাকাটা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তিত বিশ্বের চিকিৎসক মহল। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের দেশে তথা রাজ্যেও। চলতি ২১শে বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে আশংকা। অন্যদিকে সাধারন মানুষভুলে গিয়েছে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার,ভুলে গেছে সামাজিক দুরত্ব কি জিনিস ! এমনই চিত্র ফুটে উঠল মাথাভাঙা ২নং ব্লকের বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাসুন্দর এলাকায়। বালাসুন্দর স্পেশাল কেডার স্কুল বা স্থানীয় দম বৈরাগী স্কুল মাঠে দেখা গেল অন্যচিত্র। খুব বেশি হলে জনাদশেক মানুষের মুখে দেখা গেল মাস্ক ! মেলা ঘুরতে আসা সঞ্জীব বর্মন, পিন্টু বর্মনকে মাস্ক প্রসঙ্গে প্রশ্ন করলে মুখ ঘুরিয়ে, আনতে মনে নেই বলে চলে যাচ্ছেন। মেলা কমিটির সদস্যদের এই বিষয়ে প্রশ্ন করা হলে , প্রত্যুত্তরে তারা অনেকেই বলছেন এবার নাকি তাঁরা মেলা কমিটিতে নেই , আবার কেউ বলছেন , তিনি কেবলমাত্র একজন সাধারণ সদস্য এই বিষয়ে কিছু বলতে পারবেন না । একই বক্তব্য এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য রঞ্জিত বর্মনের , তিনিও নাকি কিছু বলতে পারবেন না অথচ, বেহাল তবিয়তে মেলায় ঘুরছেন। স্থানীয় শিক্ষক স্বপন বর্মন জানালেন, দোল উৎসব ও হোলি উপলক্ষে স্কুল মাঠে আয়োজন করা হয়েছে এই মেলার । দোল উৎসব ২৮শে মার্চ অনুষ্ঠিত হয়, কিন্তু উক্ত এলাকায় বিধানসভা ভোট থাকার জন্য এবার এই মেলা পিছিয়ে নেওয়া হয়। করোনা পরিস্থিতিতে সাধারন মানুষ মাস্ক ব্যবহার করছে না এটা অত্যন্তই চিন্তার বিষয়। একই বক্তব্য হেমন্ত বর্মনের , তিনি জানালেন সাধারন মানুষ সচেতন না হলে কারো কিছু করার নেই , প্রশাসন যতই করোনা নিয়ে প্রচার করুক না কেন ! এবার যখন এই মেলা শুরু হয় তখন করোনা পরিস্থিতি স্বাভাবিকই ছিল। পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করছে , তাই এই মেলা অবিলম্বে বন্ধ করা দরকার ।বিগত ২৪ বছরের চলে আসা এই মেলা আজ অবক্ষয়ের দিকে , এলাকায় এই মেলা ই আপাতত টিঁকে রয়েছে । অন্যদিকে এই দোল মেলা নিয়ে উঠল চাঞ্চল্যকর অভিযোগ, মেলার নাম করে চলছে জুয়া ও মদের বেআইনি ব্যবসা। জুয়ার নেশায় ষোল থেকে আশি সকলেই উঠেছে মেতে , নেই কোন বাধা , অবাধে চলছে অসামাজিক কার্যকলাপ , মুখে কুলুপ মেলা কমিটির, প্রশাসনের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *