ধূপগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে দাহ করা হবে সাহুডাঙ্গিতে
ধূপগুড়ি: এবছর এই প্রথম ধূপগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তি ধূপগুড়ি পুরসভার ৭ নং ওয়ার্ডের অন্তর্গত সংহতি নগরের বাসিন্দা। দীপক মজুমদার নামের মৃত ঐ ব্যক্তি পেশায় ঠিকাদার ছিলেন। জানা গিয়েছে, ঐ ব্যক্তি ও তাঁর স্ত্রীর জ্বর হয়েছিল। গত শনিবার তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। শনিবার দিন তাঁদের জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। ৬২ বছরের দীপক মজুমদারের মৃত্যু হয় এইদিন। তাঁর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় ধূপগুড়িতে। ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং বলেন, করোনায় মৃত দীপক মজুমদারের দাহকার্য জলপাইগুড়ির সাহুডাঙ্গি শ্মশানঘাটে করা হবে। ইলেকট্রিক চুল্লিতে তাঁর মরদেহ পোড়ানো হবে। উল্লেখ্য, ধূপগুড়িতে ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন ২৭ তারিখ রাত আটটা থেকে ব্যবসায়ীক সমস্ত রকম কাজকর্ম বন্ধ রাখবেন।