ঘোকসাডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৭ এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গ তথা কোচবিহার জেলাতেও। মঙ্গলবার মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা বিকেডি গার্লস স্কুলের পাশে বণিক পাড়া এলাকার এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম গোকুল সরকার (৭৭)। দীর্ঘ দিন ধরে গোকুল বাবু শাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন এবং নিয়মিত ঔষধ খেতেন। কিন্তু গতকাল রাতে শাস কষ্ট বেড়ে যায় এবং মঙ্গলবার সকালে ওনাকে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অক্সিজেন সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু দুপুর ১২.৩০ নাগাদ গোকুল বাবু মৃত্যু বরণ করেন। এরপর করোনা টেস্ট করলে গোকুল বাবুর করোনা পজেটিভ ধরা পড়ে। এ বিষয়ে বিএমএইচও সুভাষ গাইন বলেন, গোকুল বাবু দীর্ঘ দিন ধরে শাস কষ্টে ভুগছিলেন। গতকাল রাত থেকে শাস কষ্ট বেড়ে গেলে আজ ওনাকে হাসপাতালে এডমিড করা হয়। এরপর তিনি মারা যান । এরপর ওনার করোনা টেস্ট করা হয় এবং রিপোর্টে করোনা পজিটিভ ধরা পরে। বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে সরকারি নিয়ম অনুসারে মৃত দেহ সৎকার করা হবে। এ ছাড়াও মাথাভাঙ্গা ২ ব্লকে বর্তমানে ২৬ জন করোনা পজেটিভ কেস রয়েছে । তাদের মধ্যে দুই জনকে কোভিড হাসপাতাল দিনহাটায় পাঠানো হয়েছে বলেও হাসপাতাল সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *