বিশিষ্ট সাংবাদিক আশীষ ভট্টাচার্য প্রয়াত
সুব্রত রায়, ধূপগুড়ি: প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক। ধূপগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট সাংবাদিক আশীষ ভট্টাচার্য পরলোকগমন করলেন । বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর আসা মাত্র সাংবাদিক তথা রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। কিছুদিন আগেই তার স্ত্রী মারা যান। এরপর আরো শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েন। মাস খানেক আগে ধূপগুড়ি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি।আশিষ ভট্টাচার্য দীর্ঘদিন থেকেই বেশ কয়েকটি বেসরকারি পত্রিকায় সাংবাদিক হিসাবে কাজ করেছেন। একটা সময় যখন সাংবাদিকদের খাতায় কলমে কাজ করতে হতো । সেই কঠিন সময়ে নিজের কলম দিয়ে তুলে ধরেছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিষয়গুলো।সাংবাদিক সঞ্জিত দে বলেন,” আশীষ বাবুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ধূপগুড়ি একজন বিশিষ্ট সাংবাদিককে হারালো। উনি যখন লেখালেখি করেছিলেন তখন সোস্যাল মিডিয়া ছিল না। তাই এখনকার অনেকেই জানবেন না উনি কেমন সাংবাদিক ছিলেন এবং কতটা প্রতিকূল পরিস্থিতিতে তখন কাজ করতে হতো।”ধূপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায় বলেন,” ছোট বেলা থেকেই ওনাকে লেখালেখি করতে দেখেছি। আমার অনুরোধে উনি পূজাতে চন্ডীপাঠ করেছিলেন। উনি শুধু সাংবাদিক নন একাধারে শিক্ষাবিদ ও সমাজসেবীও ছিলেন । উনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।”