করোনার প্রকোপে বাসন্তী পূজোর মেলা বাতিল হলদিবাড়িতে
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: প্রতি বছরের মতো এবারও নির্দিষ্ট দিনের প্রথা মেনে আয়োজিত হতে চেয়েছিল ঐতিহ্যবাহী জিগারসারির সাধু বাজারের বাসন্তী পূজোর মেলা। তবে দিন দিন যেভাবে করোনা সংক্রামিতদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর ভয়েই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু দিন আগেই জমায়েত এড়াতে পুন্যার্থীদের অনুপস্থিতিতে হয়েছিল পুজোর আচার অনুষ্ঠান। এবছর মন খারাপ হলেও পুজো কমিটির এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা। পুজোর তথা কমিটির সদস্য অরুণ রায়, উপেন রায়,অর্জুন রায় জানান, দশমীর পরের দিন থেকে মেলা শুরু হয়, কিন্তু প্রশাসনের নির্দেশ মতো এই মেলা আজকে বসার কথা ছিল। গত কাল সন্ধ্যার সময় জিগারসারি পুজো কমিটির পক্ষ থেকে সামাজিক দুরত্ব রেখে মেলা বাতিলের সিদ্ধান্ত নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করি। এখানে ১৫ বিঘা জমির মধ্যে মেলা। ১৫দিন ধরে এই মেলা চলতে থাকে। জিগারসারির ঐতিহ্যবাহী বাসন্তী পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে রামপ্রসাদ বর্মন জানান, এই মেলায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে পসরা নিয়ে আসতেন। মেলার মাঠে নাগরদোলা, পুতুল নাচ ,সার্কাস বসত। স্থানীয় বাসিন্দা ভীম বর্মন, দেবেন্দ্রনাথ রায়, জানিয়েছেন, অনেক মেলায়, নাগরদোলা ও পুতুল নাচের সামগ্ৰিক নিয়ে মেলায় হাজির হয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমরা পুজো কমিটির পক্ষ থেকে মেলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি তাই তাঁরা তাদের সামগ্ৰিক নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে।পরের বছর যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে মেলা হতে পারে বলে আশা রাখছি।