একদিনে ধূপগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত ২

সুব্রত রায়, ধূপগুড়ি: একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো দুজনের । ধূপগুড়ি পৌরসভা এলাকার ঘটনা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে।

শুক্রবার সকালে ধূপগুড়ি পৌরসভার ১৪ নং ওয়ার্ডের এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার নাম চন্দ্রিকা শা, বয়স আনুমানিক ৫৩ । করোনা আক্রান্ত হয়ে তিনি জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন সকালে তার মৃত্যু হয়। দুপুর গড়িয়ে বিকেল পড়তেই ফের মৃত্যুর খবর খবর আসে। জানা যায় ধূপগুড়ির ব্যবসায়ী সংগঠন ফোসিড এর সম্পাদক হিমাদ্রি সাহা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সন্ধ্যায় তাকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর এদিন বিকালে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই কয়েক ঘন্টায় দুটি মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য ধূপগুড়ির যে দুই ব্যবসায়ী সংগঠনের সম্পাদক প্রশাসনের সাথে বৈঠক করে রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেন। তারমধ্যে একজন হিমাদ্রি সাহা। এদিকে ব্যবসায়ী সংগঠনের নির্দেশিকার পড়েও একশ্রেণীর অসাধু ব্যবসায়ী রাত ৮ টার পর ব্যবসা করছিলেন। কিন্তু এদিন বিকালে খোদ ব্যবসায়ী সংগঠনের সম্পাদকের মৃত্যুতে ব্যবসা বন্ধের ব্যাপারে নতুন করে বৈঠকে বসতে পারে ব্যবসায়ী সংগঠন বলে জানা গেছে।

অন্যদিকে ধূপগুড়ি পৌরসভার তরফে ইতিমধ্যে ১৪ নং ওয়ার্ডের করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির বাড়ি স্যানিটাইজ করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং।
এবিষয়ে তিনি বলেন,” একদিনে দুজনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয়। আমরা পৌরসভার পক্ষ থেকে বারবার অনুরোধ করছি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ও মাস্ক পড়েই বাইরে হবে। নিজে ও অপরকে সুস্থ রাখতে শহরের সকলকে দায়িত্ব নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *