রাজ্য সরকারের নয়া নির্দেশ বিয়ে বাড়িতে ৫০ জনের কম অতিথি থাকবে
Desk Report
করোনা মোকাবিলায় রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করল আজ পশ্চিমবঙ্গ সরকার। নির্দেশ দিয়েছে বিয়ে বাড়িতে ভিড় একেবারেই করা যাবে না এবং বিয়ে বাড়িতে মাস্কের ব্যবহার, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। বিয়ে বাড়িতে আমন্ত্রিত সদস্য সংখ্যা 50 জনের বেশি থাকবে না বলে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে। অপরদিকে রাজ্য সরকারের ঘোষিত নির্দেশ অনুসারে বাজার হাট সকাল সাতটা থেকে দশটা এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। তবে স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যুৎ ও টেলিকম পরিষেবা, পরিবহন, মুদি দোকান, মিষ্টির দোকান, মাংসের দোকান, দুগ্ধ পরিষেবা ইত্যাদি চালু থাকবে। তবে জনবহুল এলাকায় মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আজ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন থেকে এই আদেশ জারি করা হয়।