দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়: পৃথক রাজ্য চাই “উত্তরবঙ্গ”

বাপ্পা রায়, ময়নাগুড়ি, ৪ মে : উত্তরবঙ্গের জেলা গুলিকে নিয়ে পৃথক রাজ্যের দাবি দীর্ঘদিনের। এই আন্দোলন বেশ কিছু সময় স্তিমিত থাকলেও পুনরায় দাবি উঠতে শুরু করলো বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই। ইতিমধ্যেই এই দাবি জোড়ালো হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই যেখানে “উত্তরবঙ্গ রাজ্য চাই” নামক গ্রুপ তৈরি করে জনমত গঠন করতে শুরু করেছে ।

উল্লেখ্য, উত্তরবঙ্গে পৃথক রাজ্য গঠনের দাবি দীর্ঘদিনের। উত্তরবঙ্গের জেলা গুলি ও নিম্ন আসামের কয়েকটি জেলাকে নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবি নিয়ে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছেন উত্তরবঙ্গের ভুমিপুত্ররা। দীর্ঘদিন সেই দাবি উঠলেও সেভাবে কার্যকরী হয়নি। বরং পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন বাম আমলে অনেকেই শহীদ হয়েছেন। অনেকেই হয়েছিলেন কারারুদ্ধ, পড়েছে দেশ দ্রোহীর মামলা। তবে সেই আন্দোলন কিছুটা প্রশমিত হলেও ফের রাজ্যের দাবি জোড়ালো হলো সোশ্যাল মিডিয়ায়। আর তাকে কেন্দ্র করেই উদ্বিগ্ন রাজ্য রাজনীতি।

গত ২ রা মে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। এই ফলাফলে ব্যাপক ভাবে জয়ী হয়ে ক্ষমতা দখল করেন তৃণমূল কংগ্রেস। কিন্তূ গোটা রাজ্যে তৃণমূলের ফল ভালো হলেও উত্তরবঙ্গে ঘাস ফুল ফোঁটাতে ব্যর্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে ব্যাপক ফল করেছেন বিজেপি। আর এই ফলাফল জানার পর থেকেই দাবি উঠতে শুরু করে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য গঠনের। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে তোলপাড় হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে গঠন করা হচ্ছে জনমত। আর এই নিয়েই সিঁদুরে মেঘ দেখছেন রাজ্য রাজনীতি। তবে উত্তরবঙ্গ পৃথক রাজ্য হলে উপকৃত হবেন উত্তরবঙ্গ বাসী এমনটাই মনে করছেন দাবিদারের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ” বার বার উত্তরবঙ্গ পিছিয়ে পড়া এলাকা হিসাবে পরিচিত। দক্ষিণ বঙ্গের মানুষ উত্তরবঙ্গের উন্নয়ন চান না। এই কারনে উত্তরবঙ্গের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সমস্ত কিছুতে উন্নয়নের জন্যই এই পৃথক রাজ্য চাই।” আরেক যুবক বলেন, ” আমরা উত্তরবঙ্গ বাসী সব বিষয়ে বার বার বঞ্চিত হয়েছি। এই বঞ্চনা ঘুচাতে আলাদা রাজ্য গঠন হওয়া প্রয়োজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *