করোনা অতি মারির কারণে ভাটা পড়ল কবি গুরুর জন্মজয়ন্তীর আনন্দ-উদ্দীপনা

সুবল গোপ,অবিরাম, উত্তর দিনাজপুর: করোনা অতি মারির কারণে ভাটা পড়ল কবিগুরুর জন্মজয়ন্তীর আনন্দ-উদ্দীপনা। প্রতি বৎসর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যেখানে পালন করা হতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। সেখানে এবার সম্পূর্ণ করোনা বিধি মেনে কোথাও চোখে পড়েনি রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান। শুধু পুষ্পার্ঘ্য নিবেদন ও মাল্যদানের মধ্য দিয়েই মাত্র দু চার জনে শুধু নিয়ম রক্ষার্থে কবিগুরুর ১৬০ তম জন্মজয়ন্তী পালন করলেন ইসলামপুর মহাকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সকলের প্রধান কর্তব্য করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে এবং বাঁচাতে আংশিক লকডাউন মেনে চলা। তাই সরকারি নির্দেশিকা মেনে কোন জমায়েত না করে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান ও রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন ইসলামপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক শ্রী পারশ কুমার সিং। সিং জানান,সম্পূর্ণ করোনা বিধি মেনে কবিগুরুর মূর্তি এবং প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে কবিকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *