অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে শিলিগুড়ি জেলা হাসপাতালে
শিলিগুড়ি : বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো জরুরী বৈঠক । ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ব্যক্তিদের টিকাকরণের কাজ দ্রুত শুরু হবে । মিডিয়া, হকার ও ট্রান্সপোর্ট ওয়ার্কার্সদের প্রথম দফায় দেওয়া হবে । ঔষধ, অক্সিজেন, ডেথ ক্যারেজ ভ্যান, অ্যাম্বুলেনস ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে । মেডিক্যাল কলেজে ১০০ টার মতো বেড বাড়ানো হয়েছে এবং আরো বাড়ানোর চেষ্টা হচ্ছে। চ্যাং নার্সিং হোম এখন শিলিগুড়ি থেকে কন্ট্রোল করা হবে । রাজ্য সরকারের পক্ষ থেকে মেডিক্যাল ও শিলিগুড়ি জেলা হাসপাতালে তড়িৎ গতিতে অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে । বাড়িতে চিকিৎসারতদের জন্য রাত ৮ টা অবধি টেলি মেডিসিনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । অ্যাম্বুলেনস ও ডেথ ক্যারেজ ভ্যান গুলোর রেট পুলিশ কে দেখতে বলা হয়েছে । ক্রিমেশন -র কাজটা রাজ্য সরকারের পক্ষ থেকে একদম ফ্রি অফ কস্ট হচ্ছে । সরকারি জায়গায় সেফ হোম গুলো ভালো মতো চলছে । যিশু আশ্রমে ৩০ টি বেড করা নিয়ে কথা চলছে । ত্রিবেণী সেফ হোম সেন্টারটি খুব ভালো তৈরি হচ্ছে । অক্সিজেন ও নিত্যপ্রয়োজনীয় মেডিসিনের সাপ্লাই ঠিক চলছে । একজন নোডাল অফিসার নিযুক্ত আছেন সম্পূর্ণ বিষয়গুলো তত্ত্বাবধান করবেন । উত্তরকন্যা ও মৈনাকে বসবেন উনি ।
বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলী, প্রিন্সিপ্যাল সেক্রেটারি এন বি ডি ডি/জি টি এ, দার্জিলিং ও জলপাইগুড়ির জেলা শাসক, সি ই ও শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, ডি সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, কমিশনার এস এম সি, সি এম ও এইচ দার্জিলিং ও জলপাইগুড়ি, এস ডি ও শিলিগুড়ি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, ডিন, এম এস ভি পি, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার, শিলিগুড়ি পুর নিগমের বাস্তুকার, স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ।