বাঘাইর মাছ ধরা পড়েছে জলঢাকায়, খবর করতে গিয়ে হেনস্থা সাংবাদিককে
ধূপগুড়ি: ধূপগুড়িতে জলঢাকা নদী থেকে পাওয়া গেল বিশালাকার বাঘাইড় মাছ। বুধবার ভোর পাঁচটায় মৎসজীবিদের জালে ধরা পরে মাছটি। প্রায় ষাট কেজি ওজনের বিশালাকার মাছ ধরা পড়ার খবর চাউর হতেই বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে মাছ কিনতে ভিড় জমান জলঢাকা বাজারে। জলঢাকা নদী থেকে বাঘাইড় ধরা পড়ার সেই খবর করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বাঁধার মুখে পড়েছেন। অরিন্দম রায় নামে স্থানীয় একটি পোর্টালের সাংবাদিককে ধাক্কা দেওয়া হয়। এমনকি তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। অরিন্দম জানান, মৎসজীবিরা ছবি বা ভিডিও করতে বাঁধা দেননি, স্থানীয় এক দুস্কৃতি ভিডিও তুলতে বাঁধা দেয়। সেই দুস্কৃতি মোবাইল কেড়ে নেয় এবং গালিগালাজ করার সাথে ধাক্কাধাক্কিও করে।
উল্লেখ্য, বুধবার ভোর পাঁচটায় ধূপগুড়ির কুর্শামারি এলাকায় জলঢাকা নদী থেকে ষাট কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে। ভোর বেলায় মাঝ নদীতে জাল বিছিয়ে মাছ ধরতে নামেন মৎসজীবিরা। থার্মোকলের ভেলা বানিয়ে মাছ ধরেন তারা। এরপর গোপন স্থানে মাছটিকে বিক্রি করার জন্য নিয়ে গেলেও সেখান থেকে জলঢাকা বাজারে আনা হয়। জলঢাকা বাজারে মাছ বিশালাকৃতির মাছটিকে আনা হলে সেখানে উৎসাহী মানুষের ভিড় জমে। জানা গিয়েছে, প্রকাশ্য বাজারে চরা দামে বিক্রি করা হয় সেই মাছ। ঐ মাছ বিক্রি হয় প্রায় চল্লিশ হাজার টাকায়।
সাধারণত নদী থেকে বড় ধরনের মাছ ধরা পড়লে তা দেখার জন্য সাধারণ মানুষের আগ্রহ থাকে। এইদিন মাছ দেখতে ভিড় জমে জলঢাকা বাজারে। সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে বাঁধার মুখে পড়েন সংবাদমাধ্যমের কর্মীরা।