মন্ত্রী সহ চারজন সিবিআই হেফাজতে, পথে নামল মাথাভাঙ্গা তৃণমূল কংগ্রেস
Uploader: KSHIRODA ROY
নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙ্গা : রাজ্যের দুই মন্ত্রীসহ আরও দুইজনকে গ্রেপ্তার করার প্রতিবাদে সোমবার মাথাভাঙ্গা কলেজ মোড় সংলগ্ন ১৬ নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। মাথাভাঙ্গা তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন দুপুর ১ টা নাগাত মাথাভাঙ্গা কলেজ মোড় সংলগ্ন ১৬ নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ জানান। করোনা পরিস্থিতি ও লকডাউনের কথা মাথায় রেখে ৩০ থেকে ৪০ মিনিট বিক্ষোভ চলার পর তারা নিজেরাই অবরোধ তুলে নেন।
জানা যায়,সোমবার নারদকান্ডে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এর প্রতিবাদে মাথাভাঙ্গা কলেজ মোড় সংলগ্ন ১৬ নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।এদিন নেতৃত্ব দেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের নেতা গিরীন্দ্রনাথ বর্মন।এছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক , মাথাভাঙ্গা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা।
তৃণমূল কংগ্রেস নেতা গিরীন্দ্রনাথ বর্মন জানান,কোনরকম যুক্তি ছাড়াই কেন্দ্রীয় সরকারের দলদাস সিবিআই রাজ্যের দুই মন্ত্রীকে গ্রেপ্তার করে।এর প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।কারণ শাসকদলের দলদাস সিবিআই রাজ্যের দুই মন্ত্রী-সহ চারজনকে গ্রেপ্তার করল কোন যুক্তিতে ,তার কোনো যুক্তি নেই।আমরা চাই আইন আইনের পথে চলুক ,কিন্তু সিবিআইকে দিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এর প্রতিবাদে সারা বাংলার পাশাপাশি গোটা দেশের বিরোধী দলগুলি একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গর্জে উঠবে।