মর্মান্তিক দুর্ঘটনায় আহত পরিবারের পাশে প্রয়াস
Uploader: KSHIRODA ROY
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ১৮ মে : সেই দিনটির কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে সকলের। আনন্দ ঘন মুহূর্তে নেমে এসেছিল বিষাদের করুন সুর। কন্যার বাড়ির লোক বৌভাত থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে বাসটি। সেই দুর্ঘটনায় আহত এক পরিবারের হাতে হুইল চেয়ার তুলে দিলেন প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গত ১৮ মার্চ রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ময়নাগুড়ির শিঙ্গিমারী লক্ষ্মীরহাট এলাকার একটি শনিমন্দিরের কাছে এই ঘটনাটি ঘটে। জানা গেছে ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী কাঠালবাড়ি এলাকা থেকে একটি বাসে করে প্রায় ৪২ জন মৌলানি এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যায়। সেখান থেকে ফেরার পথে এই শিঙ্গিমারীর লক্ষ্মীরহাট এলাকায় একটি আলু বোঝাই ট্রলিকে ধাক্কা মারে বাসটি। এরফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় তিন জনের মৃত্যু সহ বাসের প্রত্যেক যাত্রী গুরুতর ভাবে আহত হন। সেই ঘটনায় গুরুতর আহত হন ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী এলাকার সাবিনা ইয়াসমিন । তার একটি পা পুরোপুরি অচল হয়ে যায়। ফলে চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি। এই খবর জানতে পেরে তাদের পাশে দাঁড়ালো ময়নাগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঙ্গলবার সংগঠনের সদস্যরা তাদের বাড়ি যান এবং একটি হুইল চেয়ার তুলে দেন। এই চেয়ার পেয়ে খুশি সাবিনা ইয়াসমিন।