বিজেপি কর্মী সমর্থকদের দোকান ভাঙচুর কেদারহাটে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: বিজেপি কর্মী সমর্থকদের দোকান ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। পাল্টা তৃনমূলের অভিযোগ এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের কেদারহাট বাজারে। বিজেপি নেতা রঞ্জন রায় জানান, বুধবার দুপুর বেলা তৃনমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের দোকান ভাঙচুর সহ লুটপাট করে। এতে ৭ জন বিজেপি কর্মী সমর্থকদের দোকান ভাঙচুর সহ লুটপাট হয়েছে বলে তিনি জানান। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। কেদারহাট গ্রাম পঞ্চায়েতের যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সুমন কুমার রায় জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কেদারহাট বাজারে বোমা ফাটিয়ে অশান্ত করার চেষ্টা করেছে। বিজেপির নিজেদের মধ্যে ঝামেলা গুলো নিয়ে এসে বাজারে গন্ডগোল পাকাচ্ছে। এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃনমূলের তোলা অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি নেতৃত্বরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই গিলাডাঙ্গা-তপসি তোলা ঘাটের দখল নিয়ে রাজনৈতিক ঝামেলার সূত্রপাত। ফলে সেইসময় তৃনমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি। এদিনের ঘটনার পর পরই মাথাভাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে পুলিশ সূত্রে খবর।