দুয়ারে রেশন প্রকল্পে ভিআরপি’দের অন্তর্ভূক্তিকরন চেয়ে মূখ্যমন্ত্রীকে চিঠি
বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ,২০শে মে: পশ্চিমবঙ্গ সরকারের অভিনব উদ্যোগ “দুয়ারে রেশন” প্রকল্পে অন্তর্ভুক্তি চেয়ে ভিলেজ রিসোর্স পার্সন (ভিআরপি) বা গ্রামীন সম্পদ কর্মীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি প্রেরণ করলেন উত্তর দিনাজপুর জেলা ভিআরপি সংগঠন।আজ বৃহস্পতিবার সংগঠনের জেলা সভাপতি কমল দেবনাথ রাজ্যের মূখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রকল্পটির ভূয়সী প্রশংসা ও বাস্তবায়ন করে ভিআরপিদের অন্তর্ভূক্ত করার অনুরোধ জানিয়ে ডাকযোগে চিঠি পাঠিয়েছেন।পাশাপাশি কমল বাবু তার প্রেরিত অনুরোধের চিঠির প্রতিলিপিগুলি জেলা শাসক, জেলার খাদ্য দপ্তরের আধিকারিক এবং জেলা শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র সভাপতি অরিন্দম সরকারের কাছেও তুলে দেন।