করোনাতে কামতাপুরী আন্দোলনের লড়াকু নেতা সুরেশ রায়ের মৃত্যু
Uploader: KSHIRODA ROY
নিজ খবরিয়া, শিলিগুড়ি: করোনাত আক্রান্ত হয়া মারা গেইলেন কামতাপুরি আন্দোলনের আপোষহীন লড়াকু নেতা সুরেশ রায়। নব্বইয়ের দশকত কামতাপুর আন্দোলনের সামনত থাকি নেতৃত্ব দিছেন যে কয়েকজন মানষি তার মইধ্যে অইন্যতম ছিলেন সুরেশবাবু। বামফ্রন্ট সরকারের আমলে কামতাপুর আন্দোলনকারীলার উপর পুলিশি অত্যাচার শুরু হওয়ার পর দীর্ঘদিন ঘরের বাইরাত দিন কাটাবার লাগিসিলো শিলিগুড়ি লাগোয়া সাহুডাঙ্গী এলাকার কামতাপুরি আন্দোলনের নেতা সুরেশবাবুক। পরবর্তীতে এমা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সশস্ত্র আন্দোলনের সাথত যুক্ত হন। তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতাত আসার পরে আরহ স্বাভাবিক জীবনত ফিরি আইসেন এমা। সমাজের মূল স্রোতে ফিরায়া আনিবার তানে কে.এল.ও’র সদস্য গিলাক রাজ্য সরকারের পক্ষ থাকি হোমগার্ডের চাকরি দেওয়া হইলে বয়সজনিত কারণে এমা চাকরি নেন নাই বুলি জানা যায়।
বিস্তিবার শ্বাসকষ্ট দেখা দিলে রাজগঞ্জ ব্লকের মগরাডাংগি গ্রামীণ হাসপাতালত করোনা টেস্ট করে, রিপোর্ট পজিটিভ আসিলে এমাক সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালত স্থানান্তরিত করা হয়। শুক্রবার সাকাল ৬ নাগাদ সুরেশবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জলপাইগুড়ির কোভিড হাসপাতালত।