লকডাউনে ছয় বছরের ভালোবাসা ফিরে পেতে ধর্ণা যুবকের
সংবাদদাতা, মাথাভাঙ্গা : যুগলের কয়েকটি রঙিন ছবি, ‘আমার ৬ বছরের ভালোবাসা ফিরিয়ে দাও ‘ কালো অক্ষরে লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রেমিকার বাড়ির সামনে একটি ছোট রাস্তার মাঝখানে ধর্নায় যুবক। করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ যখন নাজেহাল। এরাজ্যে চলছে লকডাউন।এই পরিস্থিতিতে যুবকের ধর্ণার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলে।শুক্রবার সকালে মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসে এক যুবক। খবর পেয়ে ধর্নাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এবং ওই যুবককে তুলে নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিয়ে মেয়ের বাড়ির সাথে যোগাযোগ করা হলে মেয়ের লোকজন কোনো বক্তব্য দিতে রাজি হননি।জানা যায়,ফুলবাড়ি অঞ্চলের দ্বার লক্ষ্মীপুর এলাকার কৃষ্ণ বিশ্বাস নামে এক যুবক কাঁচাখাওয়া এলাকার এক যুবতীকে ভালোবাসে। ওই যুবক বলেন, তারা দুইজনে একে অপরকে ৬ বছর ধরে ভালবাসে। তারা দুই জনেই একই ক্লাসে পড়েন। পড়া চলাকালীন তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।কৃষ্ণ বিশ্বাস বলেন,মেয়ের পরিবারের লোকজন মেয়ের উপর চাপ সৃষ্টি করে অন্য জায়গায় বিয়ে ঠিক করে। কিন্তু বেশ কিছু দিন ধরে তার সঙ্গে কোন যোগাযোগ রাখছে না ওই যুবতী। ফলে শুক্রবার সকালে ৬ বছরের ভালোবাসা ফিরে পেতে মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসে কৃষ্ণ বিশ্বাস। লকডাউন চলাকালীন এহেন যুবকের ধর্নায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবককে তুলে নিয়ে যায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
অন্যদিকে মেয়ে বাড়িতে না থাকায় মেয়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে মেয়ের বাড়ির সাথে যোগাযোগ করা হলে মেয়ের বাড়ির লোকজন বক্তব্য দিতে রাজি হননি।এবিষয়ে ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায় বলেন, মেয়ের বাড়ি পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়।বিষয়টি আমরা আইন মোতাবেক খতিয়ে দেখছি।