করোনা জয়ী দেবশ্রী চালাবেন অ্যাম্বুলেন্স, করোনাক্রান্তদের দেবেন পরিষেবা
ক্ষীরোদা রায়: করোনাকে জয় করে এবার করোনা আক্রান্ত রোগীর সেবায় অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরলেন করোনা জয়ী দেবশ্রী ভট্টাচার্য। জলপাইগুড়ি শহরের বাসিন্দা পেশায় বিউটিশিয়ান দেবশ্রী দেবী জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুল্যান্সে করোনা আক্রান্তদের পরিষেবা দেবেন। উচ্ছসিত সংস্থার সদস্যরা দেবশ্রী দেবীকে প্রকৃত কোভিড যোদ্ধা হিসেবে উল্লে খকরেন।জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের গ্রীন জলপাইগুড়ি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করোনা রোগীদের বিনামূল্যে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে যাচ্ছেন। একই সাথে তারা একটি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন। দুদিন আগে সংস্থার অ্যাম্বুলেন্স চালক করোনায় আক্রান্ত হন। এই অবস্থায় বন্ধ হয়ে যায় ওই সংগঠনের অ্যাম্বুলেন্স পরিষেবা। অপরদিকে পরিষেবা চেয়ে সংস্থার সাধারণ সম্পাদক অংকুর দাসের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। শেষ পর্যন্ত ফেসবুকে পোস্ট করেন তিনি নিজে অ্যাম্বুলেন্স চালাবেন। তার এই পোস্ট দেখে জলপাইগুড়ি শহরের বাসিন্দা দেবশ্রী ভট্টাচার্য ওই সংগঠনের এম্বুলেন্স চালানোর দায়িত্ব নেন। দেবশ্রী দেবী বলেন, লকডাউনে বন্ধ রয়েছে তার বিউটি পার্লার। বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি। তিনি বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অংকুর দাসের কাছে পরিষেবা চেয়ে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের ফোন আসে। যার ফলে বিঘ্নিত হয় সংগঠনের পরিষেবা। এই অবস্থায় দেবশ্রী দেবী সেই সংগঠনের এম্বুলেন্স চালানোর দায়িত্ব তুলে নেন। তিনি বলেন, গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছি নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে পরিষেবা দেব। সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা রাজি হয়ে যান।গ্রিণ জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অংকুর দাস বলেন, এভাবে একজন মহিলা এগিয়ে আসবেন তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সংস্থার সদস্যদের সঙ্গে আলোচনা করে আজ দেবশ্রী ভট্টাচার্য হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালক সুস্থ হলে তিনি আবার কাজে যোগ দেবেন।