নেশার টাকার জন্য ছেলের অত্যাচার, অতিষ্ঠ হয়ে আত্মঘাতী মা
সুবল গোপ, উত্তর দিনাজপুর
নেশার টাকার জন্য ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী মা,ছেলেকে হোমে পাঠালো গ্রাম বাসীরা। জানা গেছে, ওই মহিলার নাম সরস্বতী সরকার বয়স ৪৮ বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সমারু গছ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ওই মহিলা তার নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
জানা যায় ওই মহিলার একমাত্র ছেলে সুজয় সরকার বেশ কিছুদিন ধরে ড্রাগস ও গাজার নেশায় আসক্ত হয়ে পড়েন। সেই নেশার পয়সার জন্য মাকে উত্যক্ত করতেন। এমনকি বাড়ির অনেক জিনিস পত্র বিক্রি করেও নেশা করতেন। এরপর সেখানকার গ্রাম বাসীরা ওই বিধবা মহিলাকে ছেলের হাত থেকে বাঁচানোর জন্য তার ছেলে সুজয় সরকার কে হোমে পাঠিয়ে দেন। এরপর একমাস হোমে থাকার পর গত শনিবার বাড়ি আসে সুজয়। বাড়ি এসে আবার সে নেশা করার জন্য মায়ের উপর অত্যাচার শুরু করেন বলে জানা যায়। সেই অত্যাচারে অতিষ্ঠ হয়েই তার মা বৃহস্পতিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বলেই অনুমান গ্রামবাসীদের।
এব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অজিত মণ্ডল জানান, ওই ছেলের বাবা কিছুদিন আগেই মারা গেছে, বিধবা মায়েই সংসার চালাতো। কিন্তু তার ছেলে এত নেশায় আসক্ত ছিল যে কোন নেশায় তার বাদ ছিলো না। তাই নেশার টাকার জন্য মায়ের উপর জুলুম করত। কয়েকদিন আগেই হোম থেকে বাড়ি ফেরার পর আবার মায়ের উপর পূর্ব ব্যবহারেই করতো। যার ফলে ওই মহিলা আত্মঘাতী হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠন। এবং গ্রাম বাসীরা ওই ছেলেকে পুনরায় হোমে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় সমারুগছ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।