জীবন্ত প্যাঙ্গোলিন সহ গ্রেপ্তার ৩ পাচারকারী
Uploader: Kshiroda Roy
জলপাইগুড়ি: জীবন্ত প্যাঙ্গোলিন পাচার করতে গিয়ে বন কর্মীদের হাতে ধরা পড়ল তিন পাচারকারী। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বিকেল নাগাদ বৈকন্ঠপুর বনবিভাগের সারুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে গজলডোবা তিস্তা ব্যারেজের কাছে অভিযান চালিয়ে পেঙ্গোলিন সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত তিন ব্যক্তি হলেন মালবাজারের গুরজাংঝোড়া চা-বাগানের সুনীল ওরাওঁ, মাল ব্লকের মৌলানির মিজানুর রহমান, লাটাগুড়ি মাছবাড়ি এলাকার আমজাদ হোসেন। তাদের কাছে জীবন্ত প্যাঙ্গোলিন এবং দেড় কেজি প্যাঙ্গোলিনের আঁশ পাওয়া যায়। একটি বাইকে করে কালো স্কুল ব্যাগের ভেতরে পাচার করা হচ্ছিলো প্যাঙ্গোলিন এবং প্যাঙ্গোলিনের আঁশ।
জানা গিয়েছে প্যাঙ্গোলিন ও প্যাঙ্গোলিনের আঁশ শিলিগুড়ি ও নেপালে পাচার করা হচ্ছিলো জানা গিয়েছে এগুলি দিয়ে দামি জ্যাকেট তৈরি হয় ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিচারক 15 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।