রাজনৈতিক দ্বন্দ্বে আক্রান্ত উপপ্রধান টুম্পা বর্মনের মা

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,৩০ মে: শনিবার মাথাভাঙ্গা থানায় ৯ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুম্পা বর্মন। শনিবার তৃনমূল কংগ্রেসের উপপ্রধানের মাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃনমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। উপপ্রধান টুম্পা বর্মনের মা সাধনা বর্মন (৬০) গুরুতরভাবে আহত হয়েছেন। কার্যত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কোচবিহার এমজেএন হাসপাতাল ও মেডিকেলে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে বলে খবর। এনিয়ে উপপ্রধান টুম্পা বর্মন ৯ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপপ্রধান জানান আমার মা বাড়ির টিউবওয়েলে বাসনমাজার কাজ করেছিল কিন্তু হঠাৎ করে বোমা আমার মায়ের কাছে ফাটায়। ফলে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য তৃনমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে একজন বয়স্ক মহিলার উপর বোমা ফাটানো হয়েছে বলে অভিজ্ঞ মহলের মত। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য খারিজ করেছে তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *