উভয়পক্ষই লিখিত অভিযোগ করলেন মাথাভাঙ্গা থানায়

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর সহ আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে। এবিষয়ে মাথাভাঙ্গা থানায় দুই পক্ষেই অভিযোগ দায়ের করে। এনিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। জানা গেছে রবিবার রাত দুটো নাগাদ কুর্শামারি বাজারে তৃণমূলের সংখ্যালঘু সেলের দলীয় কার্যালয়ের টিভি চেয়ার-টেবিল নিয়ে যায় এবং দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে।
তৃণমূল সংখ্যালঘু সেলের অঞ্চল সম্পাদক রুবেল রাজা বলেন বিজেপি আশ্রিত তৃণমূলের দুষ্কৃতীরা এদিন তাদের সংখ্যালঘু সেলের দলীয় কার্যালয়টি রাতের অন্ধকারে এসে কার্যালয়ের টিভি ,চেয়ার ,টেবিল লুট করে নিয়ে যায় এবং দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। তিনি এও বলেন তৃণমূলের নামধারী হলেও তারা আসলে বিজেপির হয়ে কাজ করছেন। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জুলজেলাল মিঞা বলেন ওই দলীয় কার্যালয়টি তাদের। যারা এধরনের অভিযোগ করছেন তারা আসলে তৃণমূলের লোক নয় তারা বিজেপির লোক। তাই তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগে তারাও ১৬ জনের নামে অভিযোগ দায়ের করেছেন মাথাভাঙ্গা থানায়। তিনি বলেন যারা তাদের নামে লিখিত অভিযোগ করেছেন তারা আসলে বিজেপির লোক তারা তৃণমূলের লোক নয়। পুলিশ সূত্রে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *