*শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার ও শিক্ষাদান রায়গঞ্জে*

নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ,৩১শে মার্চ:

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুলের পঠন পাঠন। এমতবস্থায় বেসরকারি স্কুল ও কতিপয় সরকারি বিদ্যালয় অনলাইন ক্লাস করলেও অনলাইন ব্যবস্থা না থাকায় পড়াশুনা ব্যাহত হচ্ছে বহু পড়ুয়াদের। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ চক্রের শিল্পীনগরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে করোনা সচেতনতামূলক প্রচারের পাশাপাশি অ্যাক্টিভিটি টাস্ক প্রদান করেন।

বিদ্যালয়ের সহ শিক্ষিকা তনুশ্রী রায় জানান,আমাদের বিদ্যালয়ে বেশির ভাগ শিক্ষার্থীরই অনলাইন সুবিধা না থাকায় আমরা তাদের আমাদের ফোন নং দিয়ে বলেছি যে কোন সমস্যায় ফোন করে বুঝে নিতে,এখন এই অ্যাক্টিভিটি টাস্ক প্রদানের মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবাল সাহা জানান,চেষ্টা করছি এই পরিস্থিতিতেও যতটা সম্ভব শিশুদের পঠন পাঠন যেন চালু থাকে সেই চেষ্টা করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *