করোনা আক্রান্ত হয়ে জন্ম শিশুর, জীবন যুদ্ধে জয়ী মা ও সন্তান

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত পঁচিশে মে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতলে ভর্তি হন জয় বীরপাড়া চা- বাগানের করোনা আক্রান্ত চা শ্রমিক জুনিকা টোপ্পো। করোনা সংক্রান্ত সতর্কতা মেনে চিকিৎসকদের তৎপরতায় করোনা আক্রান্ত প্রসূতির সিজার করা হয় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে। ঐ প্রসূতি জন্ম দেন ফুটফুটে এক কন্যা শিশুর। তবে সময়ের পূর্বেই ভূমিষ্ঠ হবার কারণে শিশুটি শারীরিক ভাবে দূর্বল হয়। ফুটফুটে শিশুটির দৈহিক ওজন ছিল দুই কেজি একশো গ্রাম। সর্বোপরী সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া চা বলয়ের যুবতী করোনা আক্রান্ত ছিলেন। তাঁর গর্ভ হতে ভূমিষ্ঠ সদ্যজাতের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় চিকিৎসকরা শিশুটির উপর পর্যবেক্ষন করেন। পরে শিশুটির করোনা পরীক্ষা করা হলে তার শরীরেও মেলে মারণ ভাইরাসের উপস্থিতি। চিকিৎসকরা করোনা আক্রান্ত শিশুর জন্ম হবে ভাবতেই পারেননি। ইতিপুর্বে, করোনা আক্রান্ত প্রসূতির গর্ভ হতে জন্মানো সন্তান মায়ের সংস্পর্শে আসায় করোনার উপস্থিতি দেখা গিয়েছে সদ্যজাতের শরীরে। কিন্তু এই প্রথম করোনা আক্রান্ত শিশুর জন্ম হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
এমন ঘটনা দেখার পর তৈরি করা হয় মেডিক্যাল টিম। শুরু হয় চ্যালেঞ্জ মোকাবিলার পর্ব। এক সদ্যজাতের জীবন যুদ্ধের লড়াইয়ে জীবন রক্ষায় তৈরি হন চিকিৎসকরা। ধীরে ধীরে শিশুটি চিকিৎসায় সাড়া দিয়ে শারীরিক দিক থেকে সুস্থ হতে থাকে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় পাঁচ দিনের মাথায় করোনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সুস্থ হয়ে ওঠে করোনা জয়ী ফুটফুটে শিশুটি। বুধবার অষ্টম দিনে সুস্থ অবস্থায় শিশুটিকে তার পরিবারের হাতে অর্পন করা হয় বলে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা জানান, বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *