তৃনমূল কংগ্রেসের দুই কর্মসূচি মাথাভাঙ্গা ১ নং ব্লকে

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,৪ জুন: রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরেই দল পরিবর্তন অব্যাহত শীতলকুচি বিধানসভা কেন্দ্রে। শুক্রবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের গাদেলেরকুঠি এলাকার বিজেপি বুথ সভাপতি স্বপন দাস সহ ৩০ জন তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের দলীয় অঞ্চল সভাপতি নিত্যজিৎ বর্মন। যদিও যোগদান পর্বকে ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। যোগদান পর্বে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি সাহিন আলম, তৃনমূল নেতা জয়দীপ বর্মন ও আবদুল জোব্বার মিঞা।

একইদিনে সংশ্লিষ্ট ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারীতে কর্মী সভা করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃনমূল কংগ্রেস নেতা বিভাষ রায় বসুনীয়ার নেতৃত্বে এদিন কর্মী সভা হয় বলে দলীয় সূত্রে খবর। কর্মী সভায় ভোট পরবর্তী সময়ে পর্যালোচনা সহ বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই কর্মী সভা বলে খবর। কর্মী সভায় উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন এবং যুগ্ম সহ-সভাপতি নজরুল হক ও ইন্দ্রজিৎ রায় বসুনীয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *