চ্যাংড়াবান্ধার নিষিদ্ধ পল্লীসহ একাধিক জায়গায় বৃক্ষ রোপন কর্মসূচি করলো সামাজিক সংস্থা সৃজন ও শক্তি সংযোগ
বিজয় চন্দ্র বর্মন, মেখলিগঞ্জঃ
বিশ্ব পরিবেশ দিবসে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধার নিষিদ্ধ পল্লীসহ একাধিক জায়গায় বৃক্ষ রোপন কর্মসূচি করলো সামাজিক সংস্থা সৃজন ও শক্তি সংযোগ। এদিন বৃক্ষ রোপনের পাশাপাশি মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহ দেন সংস্থা দুটি। বর্তমান বিশ্বে করোনা মহামারি কালে অক্সিজেন সংকটের প্রসঙ্গ টেনে মানুষকে গাছ লাগানোর অনুরোধ জানানো হয়। পরিবেশকে বিশুদ্ধ রাখতে এবং আগামি দিনে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প আর কিছু নেই বলে জানিয়েছেন সামাজিক সংগঠন সৃজনের কর্নধার সুনির্মল গুহ। এদিনের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী।