অতুল রায়ের প্রয়াণে শোক সভা ময়নাগুড়িতে
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ১১ জুন :-
কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো অতুল রায়ের প্রয়াণে শোক সভা আয়োজিত হলো শুক্রবার। কামতপুর স্টুডেন্ট অর্গানাইজেশন এবং কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির ময়নাগুড়ি ১ নং ব্লক এর উদ্যোগে এই শোক সভাটি আয়োজিত হয় ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন মধ্য খাগড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। এদিন অতুল রায়ের ফটোতে মাল্যদান করে প্রদীপ জ্বালিয়ে শোক সভা করা হয়।
উত্তরবঙ্গের ভূমি পুত্র আন্দোলনের অন্যতম একজন লড়াকু নেতা ছিলেন অতুল রায়। কামতপুর প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো অতুল রায় বেশ কিছু দিন আগে অসুস্থ হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে অন্য একটি নার্সিং হোমে ভর্তি করানো হয় অতুল বাবুকে। কিন্তূ গত বুধবার আর শেষ রক্ষা হলো না ভূমি পুত্রের এই লড়াকু নেতার। শিলিগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে দুপুর দেড়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর এই খবর ছড়িয়ে পড়তেই কামতাপুরী আন্দোলনের সাথে যুক্ত এবং সর্বোপরি উত্তরবঙ্গ বাসীর মধ্যে শোকের ছায়া নেমে পড়ে। শুক্রবার এই লড়াকু নেতার আত্মার শান্তি কামনায় ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন মধ্য খাগড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শোক সভার আয়োজন হয়।
এদিনের শোক সভা প্রসঙ্গে কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় রায় বলেন, "অত্যন্ত দুঃখ জনক একটি ঘটনা যা আমরা কেউ মেনে নিতে পারছি না। কামতাপুরী আন্দোলনের কান্ডারি অতুল বাবুর প্রয়াণে জাতির একটা বড় ক্ষতি হয়ে গেল। তাঁর আত্মার শান্তি কামনায় আমরা এই শোক সভার আয়োজন করেছি।"