রীতি মেনে বট পাকুড়ের বিয়ে হল ধূপগুড়িতে
Uploader: Kshiroda Roy
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: করোনা পরিস্থিতিতেও সাড়ম্বরে বিয়ের অনুষ্ঠান হলো ধূপগুড়িতে । যদিও এটা কোন মানুষের বিয়ে নয়। এটা বট ও পাকুড় গাছের বিয়ে। সম্পূর্ণ ও রীতিনীতি মেনে সামাজিক ও কোভিড বিধি মেনে বিয়ে হলো বট ও পাকুড় গাছের। হিন্দু পুরাণ মতে দেবতারা যখন বৃক্ষরূপে জন্মগ্রহণ করেন তখন নারায়ন পাকুর এবং লক্ষ্মী বটগাছ রূপে জন্ম নেন। বট পাকুড় রুপি লক্ষ্মীনারায়ণের বিয়ে দেওয়া হিন্দু শাস্ত্রের একটি বিশেষ অনুষ্ঠান।
এদিন বিয়ের পাশাপাশি বর পক্ষ ও কনে পক্ষের তরফে সম্পূর্ণ বিয়ের প্রস্তুতি নেওয়া হয়।
এদিন এদিন বিয়ের অনুষ্ঠান শেষে পাক পেরে খাওয়ার ব্যবস্থা করা হয়।
বর্ষার শুরুতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান হয়ে থাকে এবার সেই ছবি দেখা গেল ধূপগুড়ির পৌর এলাকার ৯ ওয়ার্ডে ।