মারধরের পর গৃহবধূকে নগ্ন করে ঘোরানো হল গ্রাম, বীভৎস ঘটনার সাক্ষী কুমারগ্রাম
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রথমে মারধর পরে নগ্ন করে গ্রামে ঘোড়ানো হয়েছে এক গৃহবধুকে। আর এই ঘটনার ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে। মধ্যযুগীয় বর্বরতার এক নিদর্শনের সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক। কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা ১ অঞ্চলের পশ্চিম চেঙমারি গ্রামে এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, ঐ গৃহবধূ মাস কয়েক আগে স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র গিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন। তাঁর স্বামী তাঁকে ঘরেও তোলেন। বিষয়টি স্থানীয় অনেকের পছন্দ হয়নি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই বধূকে বাড়ি থেকে বের করা হয়। তারপর তাঁকে মারধর করা হয়। মারধরের পর্ব চলতে চলতে গৃহবধূর শরীর থেকে কাপড় খোলা হয়। উলঙ্গ করে গ্রামে ঘোরানো হয় তাঁকে। স্থানীয় বেশ কয়েকজন মিলে ঐ গৃহবধূর মাথার চুল কেটে ফেলা হয়। পুরো ঘটনার ভিডিও করেন স্থানীয় কয়েকজন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এমন ঘটনায় প্রতিবাদের ঝাঁঝ ওঠেনি ঐ এলাকায়। গৃহবধূর ওপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেননি মহিলারা। ঘটনার পর ঐ গৃহবধূ নিখোঁজ হয়ে যান। অনেকে বলছেন, উত্তরপ্রদেশের ছায়া এসে পড়ল পশ্চিমবঙ্গে। রবিবার দিন সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সোমবার সকালে কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ পশ্চিম চেঙমারি গ্রামে গিয়ে বিষয়টির খোঁজ খবর শুরু করে। বিকেলে তাঁর খোঁজ পাওয়া যায়। পুলিশ ওই গৃহবধূকে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে।
এই ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার খোঁজখবর নিয়ে দেখবেন তিনি। সভ্য সমাজে এই ধরনের ঘটনাকে কখনই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য তাঁর। ঘটনার নিন্দা করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন।’ আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বোস বলেন, ‘এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। গ্রামের মধ্যে এই ধরনের কিছু মানুষ রয়েছে, যারা নিজেদের মস্তান মনে করে। তারা মধ্যযুগীয় বর্বরতার কায়দায় মানুষের উপর অত্যাচার করে। ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশ দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক।’ আলিপুরদুয়ারের পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে সংবাদমাধ্যমকে জানান, ভিডিওটি যাচাই করে দেখা হচ্ছে। যদি ওই ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে।