নয়ারহাট বাজার থেকে ব্যাবসায়ী অপহরনের ঘটনায় মেখলিগঞ্জে ব্যাবসায়ীদের বৈঠক ও বিক্ষোভ মিছিল

বিজয় চন্দ্র বর্মন,মেখলিগঞ্জঃ গতকাল মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট থেকে এক ব্যাবসায়ীকে অপহরন ও মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে সোমবার মেখলিগঞ্জের জামালদহ বাজারে বৈঠক ও বিক্ষোভ মিছিল করল ব্যাবসায়ীরা। সেই সাথে নয়ারহাটে আপাতত ব্যাবসা বয়কটের সিদ্ধান্ত গ্রহন করে ব্যবসায়ীরা। যতদিন না নয়ারহাটে ব্যাবসায়ীদের নিরাপত্তা দেওয়া হবে ততদিন তারা ব্যাবসা বয়কট করবেন। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্থির ব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ছিল নয়ারহাটের সাপ্তাহিক হাট। ওইদিন সেখানে ভুট্টা কিনতে যান জামালদহের ব্যাবসায়ী রনজিৎ মন্ডল। সেখান থেকেই একদল দুষ্কৃতি তাকে অপহরন করে নিয়ে যায় বলে অভিযোগ। ব্যাবসায়ীর বুকে পিস্তল ঠেকিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ছিনতাই সহ ব্যবসায়ীকে বেধম মারধর করা হয়েছে। সেখান থেকে কোনও ক্রমে আক্রান্ত ব্যবসায়ী পালিয়ে বাঁচে। এরপর তাকে মাথাভাঙ্গা সদর হাসপাতালে ভরতি করানো হয়। সেখান থেকে তাকে জলপাইগুড়িতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনায় দুষ্কৃতিদের বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় অভিযোগ জমা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতি ধরা পড়েনি। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *